‘নিলয় হোসেন’ হত্যার নিন্দা জানিয়েছে জামায়াত!
নিজস্ব প্রতিবেদক
নিলয় হত্যার প্রতিবাদে বাংলাদেশ জামায়াত-ই-ইসলাম গণমাধ্যমে যে বিজ্ঞপ্তি পাঠিয়েছে তাতে তার নাম ‘নিলয় হোসেন’ বলে উল্লেখ করা হয়েছে। এমনকি তাদের ওয়েব সাইটেও একই নামে বিজ্ঞপ্তি দিয়ে রেখেছে।
জামায়াতের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য হামিদুর রহমান আযাদ গণমাধ্যমে এ বিবৃতি পাঠিয়েছেন।
শুক্রবার দুপুরে রাজধানীর গোড়ানে ঘরে ঢুকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে নিলয়কে। নিহত ব্লগার অভিজিৎ রায়, ওয়াশিকুর রহমান বাবু, অনন্ত বিজয় দাশের মতো তিনিও ইন্টারনেটে ধর্মীয় গোড়ামীর বিরুদ্ধে লেখালেখিতে সক্রিয় ছিলেন।
যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গণজাগরণ আন্দোলনেও সক্রিয় ছিলেন নিলয়। তাকে হত্যার দায় স্বীকার করে বার্তা এসেছে আল কায়দার ভারতীয় উপমহাদেশ শাখার নামে।
নিলয় হত্যাকাণ্ডের মধ্য দিয়ে জনগণের নিরাপত্তা বিধানে সরকারের ব্যর্থতা স্পষ্ট হয়েছে বলে বিবৃতিতে দাবি করেছেন জামায়াত নেতা হামিদুর।
বিবৃতিতে বলা হয়েছে, “বাসার ভিতরে নীলয় হোসেন ওরফে নীল নামে এক ব্লগারকে দুর্বৃত্তদের জবাই করে হত্যা করার ঘটনার আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এ ঘটনার দ্বারা আবারো প্রমাণিত হলো, দেশের জনগণের জানমালের নিরাপত্তা বিধানে সরকার চরমভাবে ব্যর্থ।
প্রতিক্ষণ/এডি/এনজে