নিষেধাজ্ঞার পরও ফানুস ওড়ানো হলো, মেট্রোরেল বন্ধ ছিল ২ ঘন্টা

প্রকাশঃ জানুয়ারি ১, ২০২৩ সময়ঃ ২:৫৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৫৭ অপরাহ্ণ

বিশেষ প্রতিবেদন

থার্টি ফাষ্ট নাইটের আগে ডিএমপি কমিশনার আগেই নিষেধাজ্ঞা দিয়ে ছিলেন ফানুস আর আতঁস বাজির না পোড়ানোর জন্য। কেউ গতকাল রাতে সে নিষেধাজ্ঞা মানেনি। যে কারণ সদ্য চালু হওয়া মেট্রোরেল ২ ঘন্টা বন্ধ ছিল ফানুসের কারণে।

ইংরেজি নববর্ষের রাতে পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করে ওড়ানো ফানুস মেট্রোরেলের বৈদ্যুতিক লাইনে আটকে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। আজ রোববার ৮টা থেকে সকাল ১০টা পর্যন্ত বন্ধ থাকার পর  ফানুসগুলো অপসারণের পর ফের সচল হয় মেট্রোরেল চলাচল।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এমএন সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘এটি খুবই দুঃখজনক ঘটনা। পুলিশের পক্ষ থেকে কড়া নির্দেশনার পরও ফানুস ওড়ানো হয়েছে। এতে আমাদের মেট্রোরেল চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে গিয়েছিল। এখন আবার সচল হয়েছে।’

মেট্রোরেল সূত্র জানিয়েছে, এখন পর্যন্ত ১৫টির মত পোড়া ও আধাপোড়া ফানুস অপসারণ করা হয়েছে। সকালে ফানুসের বিষয়টি দৃশ্যমান হওয়ার পর থেকেই কর্মীরা সেগুলো অপসারণের কাজ করে।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G