নিয়ন্ত্রনে মধ্যবাড্ডার আগুন

প্রকাশঃ জুলাই ২০, ২০১৫ সময়ঃ ৩:১৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:২৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

agun dhoa
রাজধানীর মধ্যবাড্ডার আলাতুন্নেসা স্কুল সড়কের কয়েকটি ভবনে যে আগুন লেগেছিল সে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের দেড় ঘণ্টার প্রচেষ্টায় সোমবার বেলা সোয়া ২টার দিকে এ আগুন নিয়ন্ত্রণে আসে। দুপুর পৌনে ১টায় এ আগুনের সূত্রপাত হয় বলে জানা যায়।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, একটি টং ঘরের গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত। এতে আশেপাশের কয়েকটি স্থাপনায় আগুন ছড়িয়ে পড়ে। আগুনে ছয়টি দোতলা টং ঘর পুড়ে গেছে। একটি টং ঘরে ২৫ থেকে ৩০টি পরিবার বসবাস করতেন বলে স্থানীয়রা জানান।

তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। আগুনে কী পরিমাণ ক্ষতি হয়েছে তার পরিসংখ্যান জানাতে পারেনি ফায়ার সার্ভিস। অগ্নিকাণ্ডের সময় প্রগতি সরণির একপাশের রাস্তা বন্ধ করে দেয়া হয়। বিচ্ছিন্ন করে দেয়া হয় আশেপাশের বিদ্যুৎ সংযোগ।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ওসমান গনি ভবনটির মালিক বলে স্থানীয়রা জানান। বাড়িটি গ্যারেজ হিসেবে ব্যবহার করা হতো।
প্রতিক্ষণ/এডি/তাফসির

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G