নীলফামারীতে পাশের হার ৯৮.৫৫৭ ভাগ

প্রকাশঃ ডিসেম্বর ৩১, ২০১৫ সময়ঃ ৬:৫৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৫৬ অপরাহ্ণ

নীলফামারী প্রতিনিধি

Nilphamari_3নীলফামারী জেলার সমাপনী পরীক্ষায় পাশের হার ৯৮ দশমিক ৫৫৭ ভাগ। অপর দিকে ইবতেদায়ী মাদ্রাসায় পাশের হার ৯৩ দশমিক ৪৬।

চলতি বছরের পরীক্ষার ফলাফল প্রকাশের পর আজ বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) এ তথ্য জানানো হয় জেলা প্রাথমিক শিক্ষা অফিসের মনিটরিং সেল থেকে।

সূত্র মতে, এই জেলা ছয় উপজেলা থেকে এবার পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল ৪৩ হাজার ৯৫৮ জনের। কিন্তু অংশগ্রহন করে ৪১ হাজার ৫৮৬ জন। এরমধ্যে পাস করেছে ৪০ হাজার ৯৮৬ জন। জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৮৫০ জন। এর মধ্যে মেয়ে রয়েছে ২ হাজার ৫৮৬ ও ছেলে রয়েছে ২ হাজার ২৬৪ জন।

অপরদিকে ইবতেদায়ী মাদ্রাসায় পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল ২ হাজার ৫৪২জনের। কিন্তু অংশ নেয় ২ হাজার ১১৩জন। পাস করেছে ১ হাজার ৯৭৫ জন। জিপিএ-৫ পেয়েছে ২০ জন। এরমধ্যে মেয়ে ১১জন ও ছেলে ৯ জন। বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসের মনিটরিং কর্মকর্তা মিজানুর রহমান।

 

প্রতিক্ষণ/এডি/জেডএমলি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G