নীলফামারীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নিহত ১, আহত ৪
মহিনুল ইসলাম সুজন, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর ডিমলায় রোববার বিকালে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সাইফুল ইসলাম (১৬)নামে একজন নিহত ও আহত হয়েছেন ৪ জন।
ডিমলা সদর ইউনিয়নের রামডাঙ্গা ফরেষ্ট সংলগ্ন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবির ২০০ কেবি ট্রান্সফরমার বিস্ফোরণে আশেপাশের এলাকায় বিদ্যুতায়নের হলে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, রামডাঙ্গা গ্রামের শাহিনুর রহমানের স্ত্রী সুমি আক্তার (২৫), সাইদুল ইসলামের পুত্র সাইফুল ইসলাম কালা (৩২), নসকর আলীর পুত্র কবীর হোসেন (১২) এবং জহির উদ্দিনের পুত্র মিলন ইসলাম (২২)। নিহত সাইফুল ইসলাম একই গ্রামের আবু বক্কর সিদ্দিকের পুত্র।
এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার ট্রান্সফরমার বিস্ফোরণ হলে আশেপাশে এলাকায় বিদ্যুাতয়ন হয়। এ সময় সাইফুল ইসলাম ভুট্টা ক্ষেতে পানি দেয়ার জন্য সেচ পাম্পের সুইচ দিতে গিয়ে বিদ্যুতের তারে আটকে যায়। এলাকাবাসী তাকে উদ্ধার করে ডিমলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন ।
একই ঘটনায় আহত ৪ জনকে ডিমলা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
ডিমলা থানার ওসি মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যুতায়নের ঘটনায় একজন নিহত হয়েছে।
ডোমার পিডিবির নির্বাহী প্রকৌশলী এ জেটএম সাইফুল ইসলাম মন্ডল বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
প্র্রতিক্ষণ/এডি/সাই