নূর হোসেনকে দেশে আনা হবে
নিজস্ব প্রতিবেদক:
নূর হোসেন ভারতের কলকাতায় গ্রেফতারের খবর শতভাগ নিশ্চিত হলেই তাকে ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রবিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
কামাল বলেন, নারায়ণগঞ্জের খুনের পর সন্দেহভাজন প্রধান আসামি নূর হোসেনের নাম ও ছবি পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলকে দেয়া হয়েছিল।ঐ তথ্য অনুযায়ী কলকাতা পুলিশ গতরাতে নূর হোসেনকে গ্রেফতার করেছে বলে আমরা জানতে পেরেছি।
তিনি বলেন, ভারতের সঙ্গে আমাদের বন্দী বিনিময় চুক্তি রয়েছে। বন্দী বিনিময় সময় সাপেক্ষ, একটু ধৈর্য ধরতে হবে। আমরা আশা করছি তাকে ফিরিয়ে আনতে পারব।
প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের তিনদিকেই ভারত। যে কেউ ইচ্ছা করলে ভারতে চলে যেতে পারে। নূর হোসেন আত্মগোপন করে কলকাতায় কিভাবে পালিয়ে গেলেন তাকে ফিরিয়ে আনার পর জানা যাবে।
প্রতিক্ষণ/এডি/নূর