নূর হোসেনের চার্জ গঠন ২২ এপ্রিল

প্রকাশঃ মার্চ ১৩, ২০১৫ সময়ঃ ৪:২০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:২২ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

nur hossainনারাণগঞ্জের আলোচিত ৭ খুনের অন্যতম অভিযুক্ত নূর হোসেন এবং তার দুই সহযোগীর বিরুদ্ধে ভারতে অবৈধ প্রবেশ মামলার চার্জ গঠনের জন্য আগামী ২২ এপ্রিল দিন ধার্য করেছে আদালত।

নূর হোসেন এবং তার দুই সহযোগী খান সুমন ও ওয়াদুজ্জামান সেলিম শুক্রবার সকালে বারাসত আদালতে উপস্থিত হন।

কিন্তু বিচারক প্রবির কুমার মিশ্র আদালতে অনুপস্থিত থাকায় চার্জ গঠনের জন্য এই পরবর্তী দিন ধার্য করা হয়।

খান সুমনের আইনজীবী অনুপ কুমার ঘোষ বলেন, আদালতে বিচারক উপস্থিত না থাকার কারণে শুক্রবার চার্জ গঠন হয়নি।

আগামী মাসের (এপ্রিল) ২২ তারিখে এ মামলার শুনানি হবে। ওই দিন চার্জ গঠনের সম্ভাবনা আছে।

উল্লেখ্য, দমদম বিমানবন্দরের কাছে কৈখালির বহুতল আবাসন থেকে বাগুইআটি পুলিশের হাতে নূর হোসেনের সঙ্গে ধরা পড়েন খান সুমন ও ওয়াদুজ্জামান সেলিম। সুমন ও সেলিম বর্তমানে জামিনে আছেন। কলকাতার উল্টোডাঙ্গার কাছে বাসা ভাড়া নিয়ে থেকে মামলা চালাচ্ছেন বলে জানিয়েছেন তারা।

প্রসঙ্গত, গত বছরের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ সাতজনের অপহরণ ও খুনের ঘটনায় প্রধান আসামী নূর হোসেনসহ ওই তিনজনকে গত বছরের ১৪ জুন কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গের পুলিশ।

গত বছরের ১৮ আগস্ট তিনজনের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ে আদালতে।

প্রতিক্ষণ /এডি/কায়সার

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G