ক্রীড়া ডেস্ক
কাতার বিশ্বকাপের আসরে নকআউট পর্বে কেবলই নেইমারের খবর। নেইমার কি খেলতে পারবেন> নেইমারেরর কি বিশ্বকাপ শেষ? এসব খবর-ই এখন বিশ্ব বাজারে গরম। এরই মাঝে কাতার ভিত্তিক একটি অনলাইন আজ খবর প্রচার করেছে নেইমার হয়তো ফিরতে পারেন। কারণ নেইমার এখন অনেকটাই সুস্থ,তিনি আজ মাঠে বল নিয়ে অনুশীলন করেছেন।
গোড়ালির আঘাত সেরে উঠছে, তবে নেইমার সোমবার দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলতে পারবেন কিনা তা এখনও অজানা। সার্বিয়ার বিপক্ষে তার দলের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে পিএসজির খেলোয়াড় গোড়ালির লিগামেন্টে আঘাত পেয়েছিলেন, এবং যদিও স্ফীত জয়েন্টটি অনেককে খারাপের ভয় দেখায়, চিকিৎসা কর্মীরা ভবিষ্যদ্বাণী করেছিলেন যে চিকিত্সার মাধ্যমে তিনি নকআউট পর্বে খেলার জন্য উপযুক্ত হতে পারেন।
শুক্রবার তিনি প্রশিক্ষণের সময় তীব্রতা বাড়াতে শুরু করেন, পাশাপাশি ক্যামেরুনের বিপক্ষে ম্যাচের পরে যখন তাকে লুসাইল স্টেডিয়ামের টার্ফে দৌড়াতে দেখা যায়। ব্রাজিল জাতীয় দলের ডাক্তার রদ্রিগো লাসমার বলেছেন, “নেইমারের রাউন্ড অফ ১৬-এ থাকার সুযোগ আছে।” “আমাদের অপেক্ষা করতে হবে। পরের খেলার জন্য ৭২ ঘন্টা বাকি আছে। আশা করি আমরা তাকে দেখতে পাব।’