নেতাকর্মীদের নির্বাচনের প্রস্তুতি নিতে কাদেরের আহ্বান

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৮, ২০১৭ সময়ঃ ৬:৩৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৪১ অপরাহ্ণ

kaderনেতাকর্মীদের মধ্যে সকল ভেদাভেদ ভুলে আগামী নির্বাচনের জন্য এখন থেকেই জোড়ালো প্রস্তুতি গ্রহনের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আগামী বছরের ডিসেম্বরে সংসদ নির্বাচন হবে জানিয়ে তিনি দলের নেতাদের উদ্দেশ্যে বলেন, ‘সরকারের উন্নয়নে ঘাটতি নেই, ঘাটতি আছে নেতাদের আচরণে। আচরণটা শুদ্ধ করতে হবে। নির্বাচনের দেরি নেই। মানুষের চোখের ভাষা, মনের ভাষা বোঝার চেষ্টা করেন। এখন ক্ষমতায় আছেন, কেউ কিছু বলছে না। আচরণ খারাপ হলে মানুষ ব্যালটে শাস্তি দিয়ে দিবে।’

 শনিবার দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠের বিশাল বিভাগীয় কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিভাগের ৮ জেলার বিপুল সংখ্যক নেতাকর্মী এ সমাবেশে যোগ দেন। উদ্বোধনী বক্তব্যে  কাদের  বাংলাদেশ, গণতন্ত্র, মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতাকে বাঁচাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে আরও শক্তিশালি করার আহ্বান জানান। এ জন্য নেতাকর্মীদের সাধারণ মানুষের সঙ্গে ভালো আচরণ করার পরামর্শ

সমাবেশে অন্যদের মধ্যে এসময় মঞ্চে উপস্থিত ছিলেন, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি, আওয়ামী লীগের উপদেষ্টা ম-লির সদস্য ড. আবদুল খালেক, নূরুল ইসলাম ঠাণ্ডু, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু প্রমূখ।

এ ছাড়াও অন্যান্য এমিপ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। সভা শুরুর পর থেকে জেলার নেতারা বক্তব্য রাখেন।

প্রতিক্ষণ/এডি/নাজমুল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G