নেতানিয়াহুর মদের দাম ২৫ হাজার ডলার
আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম
ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দুই বছরে মদের পেছনে ব্যয় করেছেন এক লাখ শেকেল বা ২৫ হাজারেরও বেশি ডলার।
তেল আবিবের প্রবীণ রাজনীতিবিদ ও হাতনুয়া পার্টির নেতা জিপি লিভনি এক অনুষ্ঠানে প্রকাশ্যে এ অভিযোগ করেছেন।
তিনি বলেছেন, ইসরাইলের অনেকের মাসিক আয়ের চেয়েও বেশি অর্থ মদের পেছনে উড়িয়েছেন নেতানিয়াহু।
প্রকাশিত হিসাব অনুযায়ী মাসে তিনি প্রায় ৪,২০০ শেকেল মদের পেছনে ব্যয় করেছেন। ইসরাইলের অনেকেই মাসে এ পরিমাণ টাকা আয় করেন না বলে জানান লিভনি।
লিভনি আরো বলেন, নেতানিয়াহু মাসে যে অর্থ মদের পেছনে ওড়ান ইসরাইলের প্রায় ১০ লাখ শ্রমিক মাসে সে পরিমাণ টাকা আয় করেন। কিন্তু এ টাকা তারা ঘর ভাড়া, ট্যাক্স, পানি, বিদ্যুৎ, শিক্ষা এবং খাদ্য খাতে ব্যয় করেন।
এদিকে, একই দিন নেতানিয়াহুর বিলাসবহুল জীবন যাপনের কঠোর সমালোচনা করেছেন ইসরাইলের শ্রমিক দলের নেতা আইজ্যাক হারজোগও।
২০১৩ সালে সমগ্র ইসরাইল জুড়ে হাজার হাজার মানুষ ব্যয় হ্রাস ও অর্থনৈতিক সংকটের বিরুদ্ধে এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ করেছে। সূত্র:আইআরআইবি
প্রতিক্ষণ /এডি/কেয়া