নেত্রকোনার ২ রাজাকার গ্রেফতার
জেলা প্রতিবেদক
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেত্রকোনার পূর্বধলা উপজেলার দুই রাজাকারকে ট্রাইব্যুনালের নির্দেশে গ্রেফতার করেছে পুলিশ। সেই সঙ্গে আরো সাত জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল।
বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহীমের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটির সাবিনা ইয়াসমিন খান মুন্নি।
গ্রেফতারকৃতরা হলেন, আহম্মদ আলী (৮০), আব্দুর রহমান (৭৮)। তাদেরকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির করা হবে। প্রসিকিউটর সাবিনা ইয়াসমিন খান মুন্নী এ তথ্য নিশ্চিত করেছেন।
অভিযুক্তদের গ্রেফতারের ও মামলার তদন্তের স্বার্থে পাঁচজনের নাম-পরিচয় প্রকাশ করা যাবে না বলে জানান তিনি।
প্রসিকিউটর সাবিনা ইয়াসমিন মুন্নি ট্রাইব্যুনালে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানিয়ে বলেন, গত বছরের ১১ ফেব্রুয়ারি থেকে ওই সাতজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তদন্ত করছেন তদন্ত কর্মকর্তা শাহজাহান কবির।
প্রাথমিকভাবে অপরাধে জড়িত থাকার প্রমাণ মিলেছে। তাই তদন্তের স্বার্থে তাদেরকে গ্রেফতার করা প্রয়োজন। অভিযুক্ত সাতজনের বিরুদ্ধে পূর্বধলা বাড়হা গ্রামের আব্দুল খালেক, চিকিৎসক হেম চন্দ্র বাগচীসহ সাতজনকে অপহরণ, হত্যা, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে ২০১৩ সালে ট্রাইব্যুনালে প্রধান তদন্ত কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন স্থানীয় মুক্তিযোদ্ধা আব্দুল কাদির।
তদন্ত শেষে প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল।
প্রতিক্ষণ/এডি/তাফসির