নেত্রীকে গ্রেফতার করলে সব নেতাকর্মী গণগ্রেপ্তারে যাবে

প্রকাশঃ এপ্রিল ৫, ২০১৬ সময়ঃ ১১:৩৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:০৭ অপরাহ্ণ

nomanবিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হলে দলের সব নেতাকর্মী গণগ্রেপ্তারে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির নেতারা। 
মঙ্গলবার খালেদা জিয়া আত্মসমর্পণ করতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে যাবেন বলেও জানান তারা।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিপ্রেক্ষিতে মঙ্গলবার আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেছে খালেদা জিয়া। গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে সোমবার জাতীয় প্রেসক্লাবে ঢাকা মহানগর বিএনপি আলোচনা সভার আয়োজন করে। সভায় বক্তারা বলেন, গ্রেপ্তারের ভয় দেখিয়ে দমানো যাবে না বিএনপির রাজনীতি।

তাদের দাবি, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরি, ইউনিয়ন পরিষদ নির্বাচনে হ্ত্যা ও ভোট জালিয়াতি এবং তনু হত্যার ঘটনা ধামাচাপা দিতেই খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আজকের এই গভর্নমেন্ট এই ইউপি নির্বাচনে কারচুপি এবং নজিরবিহীন তামাশা করেছে। আজকে বাংলাদেশ ব্যাংক থেকে ডিজিটাল লুট হয়েছে। সেই লুটকে ধামাচাপা দিতে এবং তনু হত্যাকে ধামাচাপা দিতে আজকে খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।’

=========

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G