নেপালে আরো তিনজনকে জীবিত উদ্ধার
আন্তর্জাতিক ডেস্ক
নেপালে ভয়াবহ ভূমিকম্পে ধ্বংস হওয়া বাড়ি থেকে আট দিন পর তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। দেশটির কর্তৃপক্ষ রোববার বিষয়টি জানিয়েছে।
নেপালী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের একটি দল সিন্ধুপলচক জেলা থেকে রবিবার তিনজনকে জীবিত উদ্ধার করেছে।
কাঠমান্ডুর উত্তরপূর্বে অবস্থিত জেলার বাড়িঘরের ধ্বংসাবশেষ থেকে তাদের উদ্ধার করা হয়। উদ্ধার হওয়াদের ব্যাপারে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।
এদিকে একই দিন এভারেস্টে তুষারধসের শিকার হওয়া ৫০ পর্বতারোহীর লাশ উদ্ধার করা হয়েছে। রসুয়া জেলা থেকে ওই লাশগুলো উদ্ধার করা হয়। এ নিয়ে ভূমিকম্পে মৃতের পরিমাণ বেড়ে ৭ হাজার ৫৬ জনে দাঁড়িয়েছে।
প্রতিক্ষণ/এডি/নুর