নেপালে বাস দুর্ঘটনায় নিহত ৩৩
প্রতিক্ষণ ডেস্কঃ
নেপালে একটি অতিরিক্ত যাত্রীবোঝাই বাস দুর্ঘটনায় অন্তত ৩৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরও অন্তত ২৮ জন আহত হয়েছেন বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।
সোমবার (১৫ আগস্ট) স্থানীয় সময় দুপুরে মাউন্টেন হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর বাসের অনেক যাত্রীই এখনো নিখোঁজ রয়েছেন। পুলিশ নিখোঁজ যাত্রীদের উদ্ধারে অভিযান শুরু করেছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।
নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চিরঞ্জীবী দর্জির বরাত দিয়ে স্থানীয় পত্রিকা হিমালয়ান টাইমস জানায়, স্থানীয় যাত্রীদের নিয়ে রাজধানী কাঠমান্ডুর দিকে আসার পথে আরনিকো মহাসড়কে দিক পরিবর্তনের সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ৫০০ ফুট নিচে পড়ে যায়। দুর্ঘটনাস্থল থেকে কাঠমান্ডুর দূরত্ব প্রায় ৫০ কিলোমিটার।
চিরঞ্জীবী দর্জি আরো জানিয়েছেন, আহতদের হেলিকপ্টারে করে কাঠমান্ডুর হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এ ছাড়া আহতদের অনেকেরই অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে।
প্রতিক্ষণ/এডি/আরএম