নোকিয়া ৩৩১০ এর রাজকীয় প্রত্যাবর্তন
নোকিয়ার ৩৩১০ মডেলের ক্লাসিক ফোনটি বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস টেক শোর আগে নতুন করে উন্মোচিত হল। ২০০০ সালে বাজার থেকে হারিয়ে যাওয়ার আগে ১২৬ মিলিয়ন নোকিয়া ৩৩১০ প্রস্তুত করা হয়েছিল।
নোকিয়া ৩৩১০ এবার ফিচার ফোন হিসেবে বাজারে এসেছে। এতে ২.৫জি কানেক্টিভিটি ব্যবহার করা যাবে। এটি এস৩০ প্লাস অপারেটিং সিস্টেমে চলবে। রয়েছে ২.৪ ইঞ্চির আধুনিক পর্দা, যাতে সূর্যের আলোতেও স্পষ্ট দেখা যাবে। এলইডি ফ্ল্যাশসহ ক্যামেরা থাকছে ২ মেগাপিক্সেলের। রয়েছে ডুয়েল সিমের সুবিধা।
আধুনিক স্মার্টফোনগুলোতে ঘন ঘন চার্জ দিতে হয়। কিন্তু নোকিয়া ৩৩১০ ফোনে দীর্ঘক্ষণ চার্জ থাকবে। ফোনটির সবচেয়ে বড় আকর্ষণ এর ব্যাটারি লাইফ। একবার চার্জ দিয়ে এক মাস স্ট্যান্ডবাই রাখা যাবে ফোনটি। প্রচলিত চার্জার ছাড়াও মাইক্রো-ইউএসবি পোর্টে চার্জ দেয়া যাবে।
৩৩১০ ফোনের স্নেক গেমটি বিশ্বজুড়ে জনপ্রিয় ছিল। এবারও স্নেক গেমটি প্রিইনস্টল করা থাকবে। রঙিন পর্দায় গেমটি আরো আকর্ষণীয় হয়ে উঠবে বলে নির্মাতাদের আশা। আগের সর্বোচ্চ স্কোর ভাঙার প্রতিযোগিতাও শুরু হয়ে যেতে পারে বলে ধারণা করছেন তারা।
নতুন করে উষ্ণ লাল, হলুদ এবং আগের গাঢ় নীল ও ধূসর- এই চারটি রঙে বাজারে এসেছে নোকিয়া ৩৩১০। দাম ধরা হয়েছে ৫১.৭৫ ডলার। বাংলাদেশি টাকায় সাড়ে ৩ থেকে ৪ হাজার।
টেক বিশেষজ্ঞ বেন উড বলেন, ‘৩৩১০ ছিল তুমুল জনপ্রিয় এবং এটি ঘিরে মানুষের মধ্যে স্মৃতিকাতরতা রয়েছে। ৩৩১০ বেশ বড় প্রচারণা পাবে এবং আশা করছি ব্যাপক মাত্রায় এটি বিক্রি হবে’।
প্রতিক্ষণ/এডি/নাজমুল