নোবিপ্রবির প্রথম বর্ষে ভর্তি ২২-২৬ ফেব্রুয়ারি

প্রথম প্রকাশঃ ফেব্রুয়ারি ৪, ২০১৫ সময়ঃ ৮:৪৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৪৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক,প্রতিক্ষন ডট কম

news_1075নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক শ্রেণীতে ভর্তির লক্ষ্যে পূর্বে স্থগিতকৃত বিষয় নির্বাচন ও ভর্তি কার্যক্রম নিম্নোক্ত সময়সূচী অনুযায়ী অনুষ্ঠিত হবে:

২২ ফেব্রুয়ারি ২০১৫, সকাল ৯টা থেকে গ্রুপ ‘এ’ মেধাতালিকা ১-৩০০ পর্যন্ত।২৩ ফেব্রুয়ারি ২০১৫, সকাল ৯টা থেকে গ্রুপ ‘এ’ মেধাতালিকা ৩০১-৬০০ পর্যন্ত ও মুক্তিযোদ্ধা কোটায় পূর্ব ঘোষিত মেধাতালিকায় অন্তর্ভুক্ত ও উত্তীর্ণ সকল ছাত্রছাত্রী এবং উপজাতি কোটার মেধাতালিকার প্রথম ১০ জন।২৪ ফেব্রুয়ারি ২০১৫, সকাল ৯টা থেকে গ্রুপ ‘বি’ মেধাতালিকা ১-৩০০ পর্যন্ত।

২৫ ফেব্রুয়ারি ২০১৫, সকাল ৯টা থেকে গ্রুপ ‘বি’ মেধাতালিকা ৩০১-৬০০ পর্যন্ত ও মুক্তিযোদ্ধা কোটায় পূর্ব ঘোষিত মেধাতালিকায় অন্তর্ভুক্ত ও উত্তীর্ণ সকল ছাত্রছাত্রী এবং উপজাতি কোটার মেধাতালিকার প্রথম ১০ জন।

২৬ ফেব্রুয়ারি ২০১৫, সকাল ৯টা থেকে গ্রুপ ‘সি’ মেধাতালিকা ১-১০০ পর্যন্ত ও মুক্তিযোদ্ধা কোটায় পূর্ব ঘোষিত মেধাতালিকায় অন্তর্ভুক্ত ও উত্তীর্ণ সকল ছাত্রছাত্রী এবং উপজাতি কোটার মেধাতালিকার প্রথম ০২ জন।

২৬ ফেব্রুয়ারি ২০১৫, দুপুর ১২টা থেকে গ্রুপ ‘ডি’ মেধাতালিকা ১-১০০ (বিজ্ঞান), ১-৮০ (বাণিজ্য) এবং ১-৬০ (মানবিক) পর্যন্ত ও মুক্তিযোদ্ধা কোটায় পূর্ব ঘোষিত মেধাতালিকায় অন্তর্ভুক্ত এবং উত্তীর্ণ সকল ছাত্রছাত্রী (বিজ্ঞান/বাণিজ্য/মানবিক) এবং উপজাতি কোটার মেধাতালিকার প্রথম ০২ জন (বাণিজ্য)।

ভর্তির অনুমতি প্রাপ্ত প্রার্থীদেরকে ২২-২৬ ফেব্রুয়ারি ২০১৫ এর মধ্যে অবশ্যই ভর্তি হতে হবে। উল্লেখ্য ‘এ’ গ্রুপে ৩০০ জন, ‘বি’ গ্রুপে ৩৬০ জন ‘সি’ গ্রুপে ৬০ জন এবং ‘ডি’ গ্রুপে ১৪০ জন ছাত্রছাত্রী মেধাক্রম অনুযায়ী ভর্তির সুযোগ পাবে।আসন খালি থাকা সাপেক্ষে পরবর্তী মেধাক্রমানুসারে ভর্তি করা হবে।

মুক্তিযোদ্ধা কোটায় ছাত্রছাত্রী ভর্তির ক্ষেত্রে সরকারি পরিপত্র অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে ভর্তি করা হবে। এ প্রেক্ষিতে মুক্তিযোদ্ধা কোটায় পূর্ব ঘোষিত মেধাতালিকায় অন্তর্ভুক্ত ও উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে নিজ নিজ গ্রুপের ভর্তির দিন উপস্থিত হতে হবে।
ভর্তির প্রয়োজনীয় কাগজপত্র: ১. এসএসসি এবং এইচএসসির মূল মার্কশিট এবং প্রত্যেকটির একটি করে সত্যায়িত কপি অবশ্যই সঙ্গে আনতে হবে ২. পর্যবেক্ষক কর্তৃক স্বাক্ষরিত ছবিসহ রেজিস্ট্রেশন কার্ড (এইচএসসি বা সমমান), ৩. পাঁচ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ৪. নাগরিকত্ব সার্টিফিকেট/জন্মনিবন্ধন/পাসপোর্ট এর সত্যায়িত কপি ৫. মুক্তিযোদ্ধা কোটায় ভর্তিচ্ছু প্রার্থীদের পিতামাতার অনূকুলে সরকার কর্তৃক ইস্যুকৃত মুক্তিযোদ্ধা সার্টিফিকেট এবং প্রয়োজনে দাদা-দাদী, নানা-নানীর সম্পর্কের সার্টিফিকেটের মূলকপি এবং সত্যায়িত কপি ৬. উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে উপজাতি ভিত্তিক প্রত্যয়ন পত্রের মূলকপি ও সত্যায়িত কপি এবং ৭. প্রথম টার্মের ক্রেডিট আওয়ার ফিসহ অন্যান্য ফি-চার্জ বাবদ ‘এ’ গ্রুপের জন্য আনুমানিক ১৯,০০০ (ঊনিশ হাজার) টাকা, ‘বি’ গ্রুপের জন্য আনুমানিক ১৯,০০০(ঊনিশ হাজার) টাকা, ‘সি’ গ্রুপের জন্য আনুমানিক ১৭,০০০(সতের হাজার) টাকা এবং ‘ডি’ গ্রুপের জন্য আনুমানিক ১৭,৫০০(সতের হাজার পাঁচশত) টাকা ভর্তি হওয়ার জন্য সঙ্গে আনতে হবে।

নোটিশ: উপরোল্লিখিত কাগজপত্র ব্যতিত কোন ছাত্রছাত্রীকে ভর্তির অনুমতি দেয়া হবে না।

প্রতিক্ষণ/এডি/ইফতেখার রাজু

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G