নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
২০১৪-১৫ শিক্ষাবর্ষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ আনার্স (সম্মান) শ্রেনিতে ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে ১ মার্চ থেকে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ১ মার্চ সকাল ৯ টা থেকে গ্রুপ ‘এ’ (মেধা তালিকা ১-৩০০ পর্যন্ত)। ২ মার্চ সকাল ৯টা থেকে গ্রুপ ‘এ’ (মেধা তালিকা ৩০১-৬০০ পর্যন্ত ও মুক্তিযোদ্ধা কোটায় পূর্ব ঘোষিত মেধা তালিকায় অন্তর্ভূক্ত ও উত্তীর্ণ সকল ছাত্রছাত্রী এবং উপজাতি কোটার মেধা তালিকার প্রথম ১০ জন)। ৩ মার্চ ২০১৫ সকাল ৯টা থেকে গ্রুপ ‘বি’ (মেধা তালিকা ১-৩০০ পর্যন্ত)।
৪ মার্চ ২০১৫ সকাল ৯টা থেকে গ্রুপ ‘বি’ (মেধা তালিকা ৩০১-৬০০ পর্যন্ত ও মুক্তিযোদ্ধা কোটায় পূর্ব ঘোষিত মেধাতালিকায় অন্তর্ভূক্ত ও উত্তীর্ণ সকল ছাত্রছাত্রী এবং উপজাতি কোটার মেধাতালিকার প্রথম ১০ জন)।
৫ মার্চ সকাল ৯টা থেকে গ্রুপ ‘সি’ (মেধা তালিকা ১-১০০ পর্যন্ত ও মুক্তিযোদ্ধা কোটায় পূর্ব ঘোষিত মেধা তালিকায় অন্তর্ভূক্ত ও উত্তীর্ণ সকল ছাত্রছাত্রী এবং উপজাতি কোটার মেধা তালিকার প্রথম ০২ জন)। ৫ মার্চ ১২টা থেকে গ্রুপ ‘ডি’ মেধা তালিকা ১-১০০ (বিজ্ঞান), ১-৮০ (বাণিজ্য) এবং ১-৬০ (মানবিক) পর্যন্ত ও মুক্তিযোদ্ধা কোটায় নতুন ঘোষিত মেধা তালিকায় অন্তর্ভুক্ত এবং উত্তীর্ণ সকল ছাত্রছাত্রী (বিজ্ঞান/বাণিজ্য) এবং উপজাতি কোটার মেধাতালিকার প্রথম ০৫ জন (বিজ্ঞান/বাণিজ্য)।
‘ডি’ গ্রুপের মুক্তিযোদ্ধা কোটার (বিজ্ঞান/বাণিজ্য) পূর্বের তালিকা রহিত করে নতুন তালিকা এবং উপজাতি কোটার (বিজ্ঞান) তালিকা প্রকাশ করা হয়েছে।
বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে www.nstu.edu.bd পাওয়া যাবে।
প্রতিক্ষণ/এডি/হাসান