নোবেল বিজয়ী আরউইন আর নেই
২০০৪ সালে রসায়নশাস্ত্রে নোবেল বিজয়ী প্রাণরসায়নবিদ আরউইন অ্যা রোজ না ফেরার দেশে চলে গেছেন।
মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুয়েটের ডিয়ারফিল্ড শহরের বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।
ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার মুখ্যপাত্র জ্যানেথ উইলসনের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।
মানবদেহের অবাঞ্ছিত প্রোটিন ধ্বংস করে কোষ তৈরির উপায় আবিষ্কার করে ক্যানসার থেরাপির নতুন মাত্রা দেয়ার জন্য তিনি ২০০৪ সালে রসায়ন শাস্ত্রে নোবেল পুরস্কার পান।
পেশাগত জীবনে আরউইন ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া এবং ফক্স চেজ ক্যানসার সেন্টার ইউনিভার্সিটি অব প্যানিসিলভ্যানিয়ায় কাজ করতেন।
আরউইন রোজ ১৯২৬ সালের ১৬ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জন্মগ্রহণ করেন।
প্রতিক্ষণ/এডি/নির্ঝর