নোয়াখালীতে শিক্ষকসহ বহিস্কার ৫ অনুপস্থিত ১০১জন

প্রথম প্রকাশঃ ফেব্রুয়ারি ১৩, ২০১৫ সময়ঃ ৭:৪৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৪৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

 

noakhaliনোয়াখালীতে এক যোগে ৬৩টি কেন্দ্রে এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষার তৃতীয় দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়ছে আজ সকাল ৯টা থেকে। পরীক্ষা চলাকালে নিজ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের সহযোগিতার অভিযোগে নোয়াখালীর বেগমগঞ্জে ছালেহ আহম্মদ নামে এক শিক্ষকসহ জেলাতে চার শিক্ষার্থীকে বহিস্কার করা হয়ছে। শুক্রবার সকাল ১০টার দিকে বেগমগঞ্জ উপজেলার কাজীরহাটে শহীদ আমানউল্ল্যা পাবলিক উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা নাহিদা বিষয়টি নিশ্চিত করে বলেন , এসএসসির ইংরেজি প্রথম পত্রের পরীক্ষায় সোনাইমুড়ী উপজেলার অম্বরনগর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের সিট বেগমগঞ্জের শহীদ আমানউল্ল্যা পাবলিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পড়ে।

সকালে পরীক্ষা শুরু হওয়ার পর অম্বরনগর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছালেহ আহম্মদ তার বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিভিন্ন ভাবে প্রশ্নের উত্তর দিতে সহযোগিতা করেন। খবর পেয়ে পরীক্ষার্থীদের সহযোগিতা করার সময় হাতেনাতে তাকে আটক করে কেন্দ্র থেকে বহিস্কার করা হয়।

বহিস্কৃত শিক্ষক ছালেহ আহম্মদ চলতি বছরে আর কোনো পরীক্ষা কেন্দ্রে পরিদর্শকের দায়িত্ব পালন করতে পারবেন না বলেও জানান তিনি। সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত জেলার ৯টি উপজেলার ৪৬৬টি প্রতিষ্ঠানের ৩২ হাজার ৫৩৮জন এসএসসি ও সমমান শিক্ষার্থী পরীক্ষায় নেয়। এর মধ্যে এসএসসিতে ৭৫ জন, ভোকেশনালে পাঁচজন ও দাখিল পরীক্ষায় ২১ জন পরীক্ষার্থীসহ মোট ১০১ অনুপস্থিত ছিল।

এদিকে পরীক্ষায় অনিয়মের অভিযোগে জেলার বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ উচ্চ বিদ্যালয় একজন, হাতিয়ার জাহাজমারা উচ্চ বিদ্যালয়ে একজন, এবং একই উপজেলার সুখচর আজহার উলুম ফাজিল মাদ্রাসা দাখিল শিক্ষার্থী দুইজনসহ মোট চার শিক্ষার্থীকে বহিস্কার করা হয়ছে
বলে জেলা শিক্ষা অফিস নিশ্চিত করেছে।

অন্য দিকে নোয়াখালী জেল সুপার নজরুল ইসলাম জানান, জেল-হাজতে থেকে তিনজন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

প্রতিক্ষণ/এডি/সেলিম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G