নৌমন্ত্রীর পদত্যাগ দাবি শ্রমিক লীগের

প্রকাশঃ মার্চ ২, ২০১৭ সময়ঃ ১০:৫১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:১১ অপরাহ্ণ

photo-নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের নেতৃত্বাধীন বাংলাদেশ শ্রমিক পরিবহন ফেডারেশনকে অবৈধ সংগঠন বলে আখ্যা দিয়েছে সড়ক পরিবহন শ্রমিক লীগ। শাজাহান খানকে পদত্যাগ করার দাবি জানিয়েছে ঐ সংগঠন।

বুধবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইনসুর আলী এসব কথা বলেন।

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান একই সঙ্গে শ্রমিক পরিবহন ফেডারেশনের সভাপতির দায়িত্বও পালন করছেন।

এ ব্যাপারে ইনসুর আলী বলেন, ‘মন্ত্রী মহোদয়কে অনুরোধ করব একদিকে মন্ত্রী আরেকদিকে ফেডারেশনের নেতা আপনি থাকতে পারেন না। সংবিধান অনুযায়ী মন্ত্রী, সংসদ সদস্য এবং একটি সংগঠনের দায়িত্বে থাকার কোনো বিধান আছে বলে আমার জানা নেই।’

গতকাল মঙ্গলবার হঠাৎ ডাকা পরিবহন ধর্মঘটে অচল হয়ে পড়ে সারা দেশ। এর আগে গত ২৭ ফেব্রুয়ারি দেশের দক্ষিণাঞ্চলে ধর্মঘটের ডাক দেয় পরিবহন শ্রমিক নেতারা। তাদের সঙ্গে বৈঠকের পর আজ ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন নৌমন্ত্রী শাজাহান খান।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

December 2025
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
20G