ন্যাশনাল ব্যাংকের ২০তম ব্যাচের ফাউন্ডেশন ট্রেনিং
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
ন্যাশনাল ব্যাংক লিমিটেডের জুনিয়র অফিসারদের ২০তম ব্যাচের ‘ফাউন্ডেশন কোর্স’ সম্প্রতি ব্যাংকের ট্রেনিং ইন্সটিটিউটে শুরু হয়েছে। ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শামসুল হুদা খান প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করেন।
এ সময় ব্যাংকের মানব সম্পদ বিভাগের প্রধান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. জাহাঙ্গীর বিন হামিদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে ন্যাশনাল ব্যাংক ট্রেনিং ইন্সটিটিউটের অধ্যক্ষ মো. মজিবুর রহমান এবং সিনিয়র ফ্যাকাল্টি হরিনারায়ন দাস ও ফারজানা হক উপস্থিত ছিলেন।
ব্যাংকের ৩৬ জন জুনিয়র অফিসার(জেনারেল) ওই প্রশিক্ষণ কোর্সে অংশ নেয়।
প্রতিক্ষণ/এডি/হুদা