নয়াপল্টন নয়, বায়তুল মোকাররমে কোকোর জানাজা

প্রকাশঃ জানুয়ারি ২৬, ২০১৫ সময়ঃ ৩:০২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:০২ অপরাহ্ণ

kokoসাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর নামাজে জানাজা নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের পরিবর্তে মঙ্গলবার বাদ আসর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে।

জানাজা শেষে মরহুমের লাশ বনানীস্থ আর্মি কবরস্থানে দাফন করা হবে।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ এ তথ্য জানিয়েছেন।

রিজভী আহমেদ জানিয়েছেন, আরাফাত রহমান কোকোর নামাজে জানাজা সর্বসাধারণের সুবিধার্থে আগামী ২৭ জানুয়ারী মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের পরিবর্তে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বাদ আসর অনুষ্ঠিত হবে।

এর আগে আরেকটি বিবৃতিতে, বুধবারের পরিবর্তে মঙ্গলবার সকালে সারাদেশে গায়েবানা নামাজে জানাযার সময় নির্ধারণ করে বিএনপি। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সারাদেশে কোকোর গায়েবানা জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।

বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মীসহ দেশবাসীকে উক্ত নামাজে জানাজায় অংশ নিতে দলের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

প্রতিক্ষণ /এডি/হাসান

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G