বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
পঞ্চগড়ের হাড়িভাসা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে ছামুল হক (৩৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
শনিবার ভোরে সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ঘাগড়া সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহত গরু ব্যবসায়ী ছামুল হাড়িভাসা ইউনিয়নের শামপাড়া গ্রামের সফিজ উদ্দিদের ছেলে।
পঞ্চগড় ১৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল জানান, গরু আনতে শুক্রবার রাতে ভারতে গিয়েছিলেন ছামুল সহ একদল গরু চোরাকারবারী । ভোরে দেশে ফেরার পথে বিএসএফের গুলিতে আহত হন তিনি। পরে পালিয়ে দেশে এসে মারা যান।
বিজিবি ও নাম প্রকাশ না করা কয়েকটি সূত্রের ভাষ্য, ছামুলসহ কয়েকজন গরু আনতে ভারতে গিয়েছিলেন। ভোরে দেশে ফেরার সময় তাঁদের লক্ষ্য করে বেরুবাড়ি সীমান্ত ফাঁড়ির বিএসএফ সদস্যরা গুলি ছোড়ে।
এতে ছামুল গুলিবিদ্ধ হন। ওই অবস্থায়ই পালিয়ে দেশে ফিরে আসেন। হাসপাতালে নেওয়ার আগেই মারা যান তিনি।
প্রতিক্ষণ/এডি/বাদল