পঞ্চগড়ে জনপ্রিয় হচ্ছে কমলা চাষ

প্রকাশঃ অক্টোবর ২৫, ২০১৫ সময়ঃ ২:৫৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৪৫ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

komlaপঞ্চগড়ে কমলার চাষ দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। জেলার মাটি কমলা চাষের উপযোগী হওয়ায় কয়েক বছর ধরে ফলনও বেশ ভালো হচ্ছে।

কমলা চাষিরা জানান, এখানে উৎপাদিত কমলার স্বাদ প্রতিবেশী দেশ ভারতের দার্জিলিংয়ের কমলার মতো। উৎপাদন বাড়াতে ব্যক্তি উদ্যোগের পাশাপাশি, এই ফল চাষে সরকারি পৃষ্ঠপোষকতাও চান এলাকাবাসী।

পঞ্চগড় সদরের ভেলকুপাড়া গ্রাম। বাংলাদেশ-ভারত সীমান্ত ঘেঁষা এ গ্রামের ৪ একর জমিতে কমলা লেবুর চাষ করেছেন রাজিউর রহমান রাজু। পেয়েছেন সফলতাও।

২০০৭ সালে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে, পঞ্চগড়ে কমলালেবু চাষের প্রকল্প হাতে নেয়া হয়। এর আওতায় প্রশিক্ষণ দেয়া হয় ১৫ হাজার কৃষককে। পরে, জেলার ২২৩ টি বসতবাড়ির আশেপাশে প্রায় দেড় লাখ চারা বিনামূল্যে রোপন করা হয়।পঞ্চগড়ে-কমলা-চাষ

২০১১ সালে প্রকল্পটি অনিশ্চিত হয়ে পড়ায় আগ্রহ হারিয়ে ফেলেন অনেকে।

তবে, নিজ উদ্যোগে চাষ করে আবার সফল হয়েছেন কেউ কেউ।উৎপাদিত এসব কমলালেবু স্বাদে ও গুনে অনেকটাই দার্জিলিংয়ের কমলার লেবুর মত।

জেলার কৃষকদের চাষে আগ্রহ বাড়াতে প্রযুক্তিগত সহায়তার কথা জানালেন, স্থানিয় কৃষি কর্মকর্তা।পঞ্চগড় জেলার ৭৩ হেক্টর জমিতে চাষ করা হয় কমলা লেবুর যা থেকে কর্মসংস্থান হচ্ছে স্থানীয়দের।

প্রতিক্ষণ/এডি/বিএ

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G