পদত্যাগ করলেন ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টা

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৪, ২০১৭ সময়ঃ ৪:১০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৩৩ অপরাহ্ণ

 

2রাশিয়ার সঙ্গে যোগাযোগ বিতর্কের জের ধরে পদত্যাগ করলেন ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন। ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের আগে মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা করে  কর্মকর্তাদের ভুল তথ্য দিয়েছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

যুক্তরাষ্ট্রে সরকারি দায়িত্বের বাইরের কারও কূটনৈতিক যোগাযোগ করার এখতিয়ার নেই। অথচ ফ্লিন যখন রাশিয়ার রাষ্ট্রদূত সের্গেই কিসলিয়াকের সঙ্গে যোগাযোগ করেন, তখনও নতুন প্রশাসনে তার নিয়োগ চূড়ান্ত হয়নি।

মার্কিন গণমাধ্যমের ভাষ্যমতে, জানুয়ারিতেই ফ্লিন সম্পর্কে ফ্লিন সম্পর্কে হোয়াইট হাউজকে সতর্ক করেছিল বিচার বিভাগ। সে সতর্কবাণীতে বল হয়েছে, রাশিয়ার ইমেইল কেলেঙ্কারি সম্পর্কে ফ্লিন আগে থেকেই জানতেন। ডেমোক্রেট নেতারাও ফ্লিনকে নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে সরিয়ে দেয়ার আহ্বান জানায়।

অন্তর্বর্তীকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে সাবেক সেনা কর্মকর্তা জোসেফ কিথ কেলোগের নাম ঘোষণা করেছে হোয়াইট হাউস।

 

প্রতিক্ষণ/এডি/নাজমুল

 

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G