পদ্মায় চীনা কর্মকর্তার লাশ উদ্ধার
জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম
নিখোঁজ হওয়ার ১৮ ঘণ্টা পর মুন্সীগঞ্জের মাওয়ায় পদ্মা সেতু প্রকল্পের কাজে নিয়োজিত লুকান (৩৫) নামের এক চীনা কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেল ৪টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল পদ্মা নদীতে তল্লাশি চালিয়ে ওই কর্মকর্তার লাশ উদ্ধার করে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চীনা কর্মকর্তা লুকান পদ্মার নদী শাসনের কাজে নিয়োজিত ছিল। তার লাশ এখন মাওয়া পদ্মা সেতু প্রকল্প এলাকায় রয়েছে। প্রয়োজনীয় ও আইনগত কার্যক্রম সম্পন্ন হওয়ার পর লাশ চীনে পাঠানো হবে বলে জানা গেছে।
মাওয়া নৌ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) ইউনুছ জানায়, বুধবার রাত ১০টার দিকে বড় ভাসমান ক্রেন থেকে পাশেই থাকা আরও একটি বার্জে যাওয়ার সময় মাঝখানের সিঁড়ি থেকে পড়ে চীনা কর্মকর্তা লুকান পদ্মায় নিখোঁজ হয়।
তিনি আরও জানান, নিখোঁজ হওয়ার বিষয়টি পুলিশ প্রশাসনকে বৃহস্পতিবার সকালে জানানো হয়। এরপরই ওই চীনা কর্মকর্তার লাশ উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের ডুবুরিদের তলব করা হয়।
পরে বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে চীনা কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়।
প্রতিক্ষণ/এডি/রানা