পদ্মায় নৌকাডুবিতে ৫ লাশ উদ্ধার

প্রকাশঃ আগস্ট ২৫, ২০১৬ সময়ঃ ১২:৪৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৫০ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

lalpur

মঙ্গলবার সকালে বিলমাড়িয়া এলাকায় শতাধিক যাত্রী নিয়ে ইঞ্জিনচালিত খেয়ানৌকাটি ডুবে যায়। নিখোঁজ যাত্রীদের মধ্যে বেলাল হোসেন (৪৫), চান্দির আলী (৩৮), জামাল মণ্ডল (৫২), আরজেদ আলী (৪৩), ভাসান আলী (২৮) ও আসাদ আলীর (৩৮) লাশ।

এঁদের মধ্যে চান্দির, জামাল ও আসাদের বাড়ি লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের চকবাদকয়া গ্রামে। অন্যদের বাড়ি একই ইউনিয়নের মোহরকয়া গ্রামে।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার আলী খান জানান, সকালে প্রায় অর্ধশত যাত্রী নিয়ে নৌকাটি মাঝনদীতে ডুবে যায়। এ সময় স্থানীয় লোকজন ও জেলেরা নৌকায় গিয়ে অনেককে উদ্ধার করেন। কেউ কেউ সাঁতরে তীরে উঠে আসেন। পরে নিখোঁজ ছয়জনকে উদ্ধারে অভিযান শুরু করে পুলিশ ও ফায়ার সার্ভিস।

রাজশাহী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ও ডুবুরি দলের প্রধান ওমর ফারুক জানান, নাটোর ও রাজশাহী থেকে ডুবুরিদল উদ্ধার অভিযানে অংশ নিয়েছে। অভিযানে লালপুর ও রাজশাহী ফায়ার সর্ভিসের ১৬ জন কর্মী অংশ নেন।  নিখোঁজ সবাইকে উদ্ধার করতে পারায় অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে বলে জানান ওমর ফারুক।

লালপুরের সহকারী কমিশনার (ভুমি) শফিকুর আলম জানান, লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতদের পরিবারকে দাফন-কাফনের জন্য উপজেলা পরিষদ থেকে কিছু সহযোগিতা করা হয়েছে বলে জানান তিনি।

 

প্রতিক্ষণ/এডি/আরএম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G