পরমাণু ক্ষেপণাস্ত্র ব্যবহারে প্রস্তুত উত্তর কোরিয়া
আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:
উত্তর কোরিয়ার পরমাণু ক্ষেপণাস্ত্র আছে এবং যেকোনো সময় এ সব ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে তারা প্রস্তুত বলে জানিয়েছেন ব্রিটেনে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত হায়ুন হাক বং।
সম্প্রতি ব্রিটিশ টেলিভিশন চ্যানেল স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
হায়ুন হাক বং জানান, যুক্তরাষ্ট্রের পরমাণু হামলার জবাবে তার সরকার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে।
উত্তর কোরিয়ার এখনই পরমাণু ক্ষেপণাস্ত্র হামলা চালানোর সামর্থ আছে কিনা জানাতে চাইলে জবাবে তিনি বলেন, ‘যেকোনো সময়। যেকোনো সময়ই হামলা চালাতে পারে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্র আমাদের ওপর হামলা চালালে আমরাও জবাব দেব।’
উত্তর কোরিয়া শুধু প্রতিশোধ নিতেই পরমাণু ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা শান্তিপ্রিয় জাতি। আমরা যুদ্ধ না চাইলেও যুদ্ধকে ভয় পাই না। আমাদের সরকারের এটাই নীতি।’
উল্লেখ্য, উত্তর কোরিয়ার বেশ কয়েকটি পরমাণু বোমা আছে বলে ধারণা করা হয়। দেশটি ২০০৬ সাল থেকে তিনবার পরমাণু পরীক্ষাও চালিয়েছে। উত্তর কোরিয়ার পরমাণু ও ক্ষেপণাস্ত্র কার্যক্রমের কারণে দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
সূত্র : এপি
প্রতিক্ষণ/এডি/কেয়া