পরমাণু বাজারে শক্তিশালী প্রতিযোগিতা করবে ইরান : সালেহি
ইন্টারন্যাশনাল ডেস্ক
ইরান বলেছে, ভারি পানিসহ পরমাণু জ্বালানি সংক্রান্ত পণ্য বিপণন করতে শুরু করেছে তেহরান। পরমাণু পণ্য নিয়ে বাজারে আন্তর্জাতিক প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে শক্তিশালী প্রতিযোগিতা করার পরিকল্পনা করেছে বলেও জানিয়েছে ইরান।
ইরানের আণবিক শক্তিসংস্থা বা ‘এইওআই’এর প্রধান আলী আকবর সালেহি এ কথা বলেছেন। তিনি আরো বলেন, ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ায় আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে ‘এইওআই’এর সহযোগিতার পথ তৈরি হয়েছে।
বিশ্ব বাজারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার সক্ষমতা অর্জনের জন্য এরই মধ্যে এইওআইভুক্ত সংস্থাগুলোকে নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান তিনি। এ ছাড়া, এ সব সংস্থাকে এইওআই থেকে স্বতন্ত্র করে দেয়ার পদক্ষেপ নেয়া হবে এবং তারা স্বাধীন সংস্থা হিসেবে বিদেশের সঙ্গে ব্যবসাও করতে পারবে বলে জানান সালেহি।
প্রতিক্ষণ/এডি/আস