বিনোদন প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ‘নীল চিরকুটে এবং তুমি’ টেলিফিল্মটি রচনা ও পরিচালনা করেছেন মো. মেহেদী হাসান জনি।
সম্প্রতি নিশো ও সায়না জুটিবদ্ধ হয়ে টেলিফিল্মে অভিনয় করেছেন। কাজটি সম্পর্কে বলতে গিয়ে এ দুজন এক অন্যের প্রশংসাও করেছেন।
নির্মাতা সূত্রে জানা গেছে, ভালোবাসার নানা দিক নিয়ে টেলিফিল্মটির গল্প আবর্তিত হয়েছে।
নিশো-সায়না ছাড়া টেলিফিল্মটিতে আরও অভিনয় করেছেন টয়া, শিশির, সামিরা, ও আদিসহ প্রমুখ।
এই প্রসঙ্গে পরিচালক জানান, ‘নিশো-সায়নাকে এই প্রথম ভিন্ন ঘরানার গল্পে দর্শক দেখতে পাবেন। এ ছাড়া এই টেলিফিল্মটিতে গল্পের পাশাপাশি দর্শকরা একটি ভিন্ন উপস্থাপনও দেখতে পাবেন।’
এতে অভিনয় প্রসঙ্গে নিশো বলেন, ‘জনির নির্দেশনায় আমি আগেও কাজ করেছি। বেশ যত্ন নিয়ে কাজ করেন তিনি। আমার বিশ্বাস টেলিফিল্মটি দর্শকের ভালোলাগবে।’
প্রতিক্ষণ/এডি/আরমান