পরিত্যক্ত গ্রাম যখন পর্যটন কেন্দ্র
অর্থনীতি ডেস্ক
জাপানের একটি পরিত্যক্ত গ্রাম এখন পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে।
জন্মহার কমে যাওয়া এবং কাজের খোঁজে তরুণেরা শহরে চলে যাবার কারণে জাপানের বহু গ্রাম এখন পরিত্যক্ত। নাগোরো ছিল এইরকমই একটি গ্রাম। এটি জাপানের শিকোকুতে(Shikoku) অবস্থিত।
কিন্ত শহর থেকে গ্রামে ফিরে নাগোরো’র চেহারাই পাল্টে দিয়েছেন সুকিমি আয়ানো নামের এক নারী। জনশুন্য গ্রামের মাঠে-ঘাটে-বিদ্যালয়ে রঙিন পুতুল ও কাকতাড়ুয়া বানিয়ে বসিয়ে দিয়েছেন তিনি। গ্রামটি এখন হয়ে উঠেছে পর্যটন কেন্দ্র। জনমানব শূণ্য গ্রামটিতে এখন দেখা মেলে বাহারী রংয়ের পুতুলের। আর এই পুতুলই গ্রামটিকে পর্যটন কেন্দ্রে পরিণত করেছে। গ্রামটির আগে যে সমস্ত যায়গায় মানুষের আনাগোনা ছিল এখন সেখানে পুতুলের বিচরণ।
আর একারনে অনেকেই গ্রামটিকে পুতুলের উপত্যকা বলে ডেকে থাকে। আর এই পুতুলের উপত্যকা দেখার জন্য প্রতিদিন ভীড় করেন হাজারো উৎসুক জনতা।
প্রতিক্ষণ/এডি/বিএ