পরিবহন শ্রমিকদের হামলার শিকার ৭১ টিভির প্রযোজক

প্রকাশঃ এপ্রিল ১৭, ২০১৭ সময়ঃ ৫:৫৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৫৩ অপরাহ্ণ

৭১ টেলিভিশনের প্রযোজক আতিক রহমান রাজধানীর মিরপুর এলাকায় সিটিং সার্ভিস নিয়মে অতিরিক্ত ভাড়া না দেওয়ায় পরিবহন শ্রমিকদের হামলার শিকার হয়েছেন। ঐ বাসের যাত্রীদের সহযোগিতায় আহত অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার দুপুরে ‘জাবালে নূর’ বাসে চড়ে সিটিং সার্ভিস নিয়মে আগের মতো ভাড়া না দিয়ে লোকাল নিয়মে ভাড়া দিতে চাইলে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তাকে মারধর করে বাসটির শ্রমিকরা। এতে তার নাক ফেটে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন ৭১ টেলিভিশনের রিপোর্টার জেমসন মাহবুব। তিনি বলেন, খবর পেয়ে আমরা মিরপুর থানায় যাচ্ছি। এ বিষয়ে আমরা আইনি সহযোগিতা নেবো।

প্রযোজক আতিক রহমানের কাছে এ বিষয়ে জানতে চায়লে তিনি মুঠোফোনে জানান, গুলশান-২ এলাকা থেকে তিনি জাবালে নূর নামে ঐ বাসটিতে উঠেন। তিনি মিরপুরে উদ্দেশ্যে যাচ্ছিলেন। বাসের হেলপার ভাড়া চাইলে তিনি নতুন নিয়মে ভাড়া দেন। কিন্তু বাসটির হেলপার সিটিং সার্ভিসের ভাড়া চাইলে তিনি ঐ হেলপারের কাছে ভাড়ার চার্ট দেখতে চান।

আতিক রহমান বলেন, ‘আমি বিআরটিএ’র ভাড়ার চার্ট দেখতে চাওয়ায় আমার উপর চটে যায় হেলপার। বলে চার্ট দেখে কী করবেন? চার্ট ধুয়ে কী পানি খাবেন? তখন আমি বলি, ‘বেআদবি করবেন না, চার্ট অনুযায়ী ভাড়া দেবো। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে আমাকে কিল ঘুষি মারা শুরু করে। এতে আমি বাসের ভেতরে পড়ে যাই, আমার নাক ফেটে রক্ত পড়া শুরু হয়। পরে বাসের অন্য যাত্রীরা আমাকে মিরপুর-২ এলাকার ‘নিউ আল রশিদ জেনারেল হাসপাতালে’ ভর্তি করেন। তিনি জানান, প্রাথমিক চিকিৎসা শেষে আমি মিরপুর থানায় এসেছি। জাবালে নূর পরিবহনটির বিরুদ্ধে মামলা করবো।

এ ব্যাপারে জানতে চাইলে মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, তিনি হামলার শিকার হয়েছেন বলে আমরা শুনেছি। মামলা করবেন বলে জানিয়েছেন। এ বিষয়ে যথাযথ পদক্ষপ নেয়া হবে।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G