পরিবেশ রক্ষায় গাছ লাগাতে হবে
শামীম আহসান মল্লিক, বাগেরহাট প্রতিনিধি:
প্রকৃতি ও পরিবেশ রক্ষায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন প্রজাতির গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন বাগেরহাগের মোরেলগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনার সভার বক্তারা।
আজ সোমবার উপজেলার অফিসার্স ক্লাবে বিশ্ব পরিবেশ দিবস-২০১৭ উপলক্ষ্যে আয়োজিত র্যালি ও আলোচনা সভায় বক্তারা এ আহ্বান জানান।
আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। বিশ্বের আজ দিন দিন পরিবর্তন হতে শুরু করেছে পরিবেশ ও প্রতিবেশ। যার প্রভাবে বাংলাদেশসহ বিভিন্ন দেশে প্রাকৃতিক দূর্যোগ হচ্ছে। আজ যে হারে গাছপালা নির্বিচারে কাটা হচ্ছে। কিন্তু সে তুলনায় তেমন গাছ লাগানো হচ্ছে না। তাই আজ থেকে উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে গাছ লাগাতে হবে। পরিবেশ রক্ষায় গাছের বিকল্প নেই।
এর আগে সকালে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও বেসরকারি সংস্থা ‘সুশীলন’এর আয়োজনে পৌর সদরে এক র্যালির আয়োজন করা হয়।
পরে অফিসার্স ক্লাব মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ওবায়দুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এ্যাড .শাহ-ই-আলম বাচ্চু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহার, ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, খাউলিয়া ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব মাস্টার আবুল খায়ের, উপজেলা শিক্ষা অফিসার মো. আনিছুর রহমান, মোরেলগঞ্জ প্রেস ক্লাব সভাপতি মেহেদী হাসান লিপন প্রমুখ। সঞ্চালকের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল হান্নান ।
প্রতিক্ষণ/এডি/সাই