৬ নভেম্বর থেকে একযোগে শুরু হবে এইচএসসি ও সমমানের পরীক্ষা-শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি
’পরীক্ষায় প্রশ্নফাঁসের গুজব এড়াতে এবং সুষ্ঠু ও সুন্দর পরিবেশ বজায় রাখার স্বার্থে আগামী ৩ নভেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে দেশের সব কোচিং সেন্টার’- ঘোষণা দিয়েছে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
সারাদেশে ৬ নভেম্বর থেকে একযোগে শুরু হবে এইচএসসি ও সমমানের পরীক্ষা’ – শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ ঘোষণাটাও আজ দিয়েছেন মন্ত্রণালয়ের এক বৈঠকে।
আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, এবার সারাদেশে ৯টি শিক্ষাবোর্ডের অধীনে ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন পরীক্ষার্থী অংশ নেবে। দেশের ২ হাজার ৬৪৯টি পরীক্ষাকেন্দ্রে ৯ হাজার ১৮১টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেবে।