পরীক্ষা দিতে গরুকে প্রবেশপত্র প্রদান!
ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডট কম:
ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে একটি গরুকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্র দেয়া হয়েছে। আগামী সপ্তাহে অনুষ্ঠিত পলিটেকনিকের ডিপ্লোমা কোর্সে ভর্তি পরীক্ষার জন্যে গরুটিকে এই প্রবেশপত্র দেয় কলেজ কর্তৃপক্ষ। প্রবেশপত্রে লেখা আছে নাম ‘কাছির গাউ’ স্থানীয় ভাষায় যার অর্থ বাদামী রঙের গরু। শুধু তাই নয়, ওই প্রবেশপত্রে গরুটির ছবিও দেয়া আছে। খবর বিবিসির।
এই খবর ছড়িয়ে পড়ার পর ইন্টারনেটে সামাজিক মাধ্যমে শিক্ষা সংক্রান্ত ওই কর্তৃপক্ষের বিরুদ্ধে তীব্র সমালোচনা চলছে। এনিয়ে তুমুল হাস্যরসেরও সৃষ্টি হয়েছে। এমনকি গরম হয়ে উঠেছে রাজনৈতিক মাঠও। বিরোধী রাজনৈতিক জোটও এর ব্যাখ্যা দাবী করেছে।
কর্তৃপক্ষ বলছে, কেউ একজন ভুল তথ্য দিয়ে এই ঘটনাটি ঘটিয়েছে। এজন্যে তারা ‘প্রাঙ্কস্টারদের’ (যারা মিথ্যা তথ্য দিয়ে মজা করেন) দায়ী করছেন। বলা হচ্ছে, পুরো প্রক্রিয়াটি কম্পিউটারে হয়, যে কারণে মানুষ ও গরুর চেহারা আলাদা করা সম্ভব হয়নি। কর্মকর্তারা এ ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন।
প্রতিক্ষণ/এডি/পাভেল