পরোয়ানা পুলিশের হাতে পৌঁছা মাত্রই গ্রেফতার

প্রকাশঃ মার্চ ১৪, ২০১৫ সময়ঃ ৬:১১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:১৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

shahidul-haque-igp-police

গ্রেফতারি পরোয়ানা থানায় পৌঁছা মাত্রই খালেদা জিয়াকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল।

শনিবার (১৪ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা জানান।

পুলিশের মহাপরিদর্শক বলেন, খালেদা জিয়ার গ্রেফতারি পরোয়ানা কোর্ট ইস্যু করেছে বলে পত্র-পত্রিকা থেকে জানতে পেরেছি।

কিন্তু সংশ্লিষ্ট থানায় এখনো তা এসে পৌঁছেনি। পরোয়ানা এসে পৌঁছা মাত্রই খালেদা জিয়াকে গ্রেফতার করা হবে। কারণ আইন সবার জন্য সমান। বিএনপির ‘নিখোঁজ’ যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদ সম্পর্কে তিনি বলেন, তাকে পুলিশ বা অন্য কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেফতার করেনি। তবে তার স্ত্রীর অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

এছাড়া পুলিশ তাকে (সালাহউদ্দিন আহমেদ) খুঁজে বের করার চেষ্টা করছে বলেও জানান এ কে এম শহীদুল। ‘মুক্তিযুদ্ধে পুলিশের অবদান এবং গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় পুলিশের ভূমিক‍া’ শীর্ষক সেমিনারটির আয়োজক স্বেচ্ছাসেবী সংগঠন ‘জার্নি’।

এতে সভাপতিত্ব করছেন জার্নির প্রধান উপদেষ্টা ও ঢাবির বাণিজ্য অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. খন্দকার বজলুল হক।

সেমিনারে আরও উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, সেক্টর্স কমান্ডার ফোরামের চেয়ারম্যান কেএম শফিউল্লাহ প্রমুখ।

প্রতিক্ষণ/এডি/রিজা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G