পল্টনে গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ
ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডট কম
রাজধানীর পল্টনে হরতাল সমর্থকরা মিছিল বের করে ৬টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে।
এ সময় তারা শিখর পরিবহনের একটি যাত্রীবাহী বাসসহ ৩টি যানবাহন ভাঙচুর করে।
এ সময় টহলরত পুলিশ সদস্যরা মিছিলে হামলা করে ৪ হরতাল সমর্থক কে আটক করে।
রোববার সকাল সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হরতালের সমর্থনে মিছিল বের করে মিছিল থেকে তারা পরপর ৬টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
ঘটনার পর এতে জড়িত সন্দেহে পল্টন ও তোপখানা এলাকা থেকে চার জনকে আটক করেছে পুলিশ। তাদেরকে শাহবাগ থানায় নেওয়া হয়েছে।
আটককৃতরা হলেন- এমদাদুল হক, মনিরুজ্জামান, তাজুল ইসলাম ও দীপক ঘোষ।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, পল্টনে ককটেল নিক্ষেপ ও গাড়ি ভাঙচুরের ঘটনায় জড়িত সন্দেহে চার জনকে আটক করা হয়েছে। আটকদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তবে তাৎক্ষণিক ভাবে হতহাতের কোনো খবর পাওয়া যায়নি। তবে এলাকায় ব্যাপক তল্লাশি শুরু করেছে পুলিশ।
প্রতিক্ষণ/এডি/রবি