পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনের উদ্যোগ

প্রকাশঃ আগস্ট ৩, ২০১৬ সময়ঃ ১০:০২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৩৩ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক:

bbbভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার রাজ্যের মন্ত্রিসভায় নাম পরিবর্তনের এ প্রস্তাব পাস হয়েছে।

ঠিক হয়েছে রাজ্যের নাম বাংলা ভাষায় হতে চলেছে ‘বাংলা’ বা ‘বঙ্গ’। ইংরেজিতে নাম হবে ‘বেঙ্গল’। এখন বিধানসভায় রাজ্যের নাম পরিবর্তনের প্রস্তাব নিয়ে যাওয়া হবে। সেখানে ওই প্রস্তাব পাস হলে পশ্চিমবঙ্গের নাম বদলানোর প্রস্তাব সংসদে পাঠানো হবে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের যুক্তি, ‘ওয়েস্ট বেঙ্গলে’র গোড়ায় ‘ডব্লিউ’ই যত নষ্টের গোড়া! সর্বভারতীয় স্তরে সব রাজ্যকে নিয়ে কোনও বৈঠক হলে বর্ণানুক্রমে এ রাজ্যের ডাক পড়ে শেষের দিকে। শেষ দিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কী বলছেন, শোনার ধৈর্য বিশেষ কারও থাকে না। কয়েক দিন আগে আন্তঃরাজ্য পরিষদের বৈঠকে গিয়ে একই অভিজ্ঞতা হয়েছে মুখ্যমন্ত্রী মমতার। তাই নামের আগে ‘ডব্লিউ’ ঝেড়ে ফেলে অক্ষরের তালিকায় এগিয়ে যাওয়ার চেষ্টা।

এর আগে বাম শাসনামলে উপ-মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের তৎপরতায় ১৯৯৯ সালে বিধানসভায় প্রস্তাব এসেছিল ক্যালকাটাকে কলকাতা এবং পশ্চিমবঙ্গকে বাংলা করার। প্রথমটা কার্যকর হলেও পরেরটা আর হয়নি। আটের দশকের শেষ দিকেও একবার রাজ্যের নাম বদল নিয়ে নাড়াচাড়া হয়েছিল। তখন মূল উদ্যোগী ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান সরোজ মুখোপাধ্যায়। তবে সে চেষ্টা আনুষ্ঠানিক পর্যায়ে পৌঁছয়নি।

নাম পরিবর্তন নিয়ে প্রধান বিরোধী দল কংগ্রেস বিধানসভায় আলোচনার অপেক্ষায় মতামত মুলতুবি রেখেছে। তবে বিরোধী দলনেতা আব্দুল মান্নান প্রশ্ন তুলেছেন, বর্ণমালায় পিছনের দিকে আছে বলে তামিলনাড়ু, উত্তরপ্রদেশ বা উত্তরাখণ্ডে কি কোনও কাজ হয় না?

=====

প্রতিক্ষণ/এডি/একে

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G