পশ্চিমবঙ্গে বিস্ফোরণে নিহত ১১

প্রকাশঃ মে ৭, ২০১৫ সময়ঃ ৩:০৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:২৬ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক :

medinipur_map_640x360_bbc_nocreditপশ্চিমবঙ্গের একটি বাজি তৈরীর কারখানায় বিস্ফোরণে ১১ জন নিহত হয়েছে।

বুধবার রাতে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলায় ওই বিস্ফোরণের ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে মৃতের সংখ্যা ১১ বললেও এর সংখ্যা আরও বেশী বলে দাবী স্থানীয়দের, অনেকে এখনও নিখোঁজ রয়েছে।
আহত হয়ে যারা হাসপাতালে ভর্তি রয়েছে তাদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর।

পুলিশ সূত্রে জানা গেছে, পশ্চিম মেদিনীপুরের যে বাড়ীতে কারখানাটি ছিল সে বাড়ীর মালিককে আটক করা হয়েছে। আর ঘটনাস্থলেই বিস্ফোরণে কারখানার মালিক রাম মাইতি আর তাঁর স্ত্রী মারা গেছেন।

এ ঘটনার পর স্থানীয় গ্রামবাসী অভিযোগ করে জানায়, এই বাজি কারখানাটি বেআইনী ভাবেই চলত আর সেটা পুলিশকে একাধিকবার জানানোও হলেও কোন পদক্ষেপ নেয়া হয়নি।

তারা আরো দাবী করে, বাজি তৈরীর আড়ালে কারখানাটিতে দেশী বোমাই বেশী তৈরী হতো, যেগুলি সারা রাজ্যেই সরবরাহ করার ব্যাপারে সন্দেহ পোষন করে স্থানীয়রা।

 

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G