পহেলা বৈশাখে অপু ও পুত্র জয়কে ঘরে তুলবেন শাকিব

প্রথম প্রকাশঃ এপ্রিল ১১, ২০১৭ সময়ঃ ১০:০৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৩২ অপরাহ্ণ

অবশেষে সর্বসম্মতিক্রমে জনসমক্ষে স্ত্রী হিসেবে স্বীকৃতি পেতে যাচ্ছেন চিত্রনায়িকা অপু। চিত্রনায়ক শাকিব খান এমনটাই জানিয়েছেন। এবারের পহেলা বৈশাখকেই আনুষ্ঠানিকভাবে মা-ছেলেকে নিজের ঘরে তুলতে যাচ্ছেন।

আজ মঙ্গলবার শাকিবের বন্ধু ও প্রযোজক মো. ইকবাল এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, আগামী শুক্রবার পয়লা বৈশাখ। ঐ দিন জুমার নামাজের পর রাজধানীর নিকেতনের বাসা থেকে অপুকে গুলশানের বাসায় স্বসম্মানে স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে আনবেন শাকিব।

তিনি আরও বলেন, ‘আগামী শুক্রবার বাদ জুমা শাকিব নিজের পরিবার নিয়ে অপুর নিকেতনের বাসায় যাবেন। সেখান থেকে অপুকে তাঁর পরিবারের কাছ থেকে নিয়ে গুলশানে নিজের বাসায় যাবেন। ঐ দিন থেকেই তাঁদের আনুষ্ঠানিকভাবে সাংসারিক জীবন শুরু হবে।’

শাকিব খানের এই ঘনিষ্ঠ বন্ধু আরো বলেন, ‘শাকিবের ইচ্ছা ছিল ছেলের প্রথম জন্মদিনে নিজের বিবাহিত জীবন সম্পর্কে সবাইকে জানাবেন। তাই গতকাল টেলিভিশন চ্যানেলের সরাসরি (লাইভ) অনুষ্ঠানে হঠাৎ অপু ও ছেলেকে ওভাবে দেখে রেগে গিয়েছিলেন শাকিব।’

গতকালের ঐ অনুষ্ঠানে অপু বলেন, ‘শাকিবের সঙ্গে আমার বিয়ে হয়েছিল ২০০৮ সালের ১৮ এপ্রিল। বিয়ের সময় আমার নাম পরিবর্তন করা হয়েছিল। আমার নাম রাখা হয়েছিল অপু ইসলাম খান। বিয়ের সময় শাকিবের ভাই ও একজন প্রযোজক উপস্থিত ছিলেন।’

অপু বিয়ের কথা বললেও এই বিষয়টি গতকাল স্বীকার করেননি শাকিব। পুরো বিষয়টিকে তিনি বাংলা ছবির ইন্ডাস্ট্রি এবং তাঁর তারকা ইমেজকে ধ্বংস করে দেওয়ার বিশাল চক্রান্ত হিসেবে দাবি করেছিলেন।

তবে একটি অলাইনের পত্রিকার সাথে টেলিফোনে শাকিব খান বলেন, ‘চিত্রনায়িকা অপু আমার স্ত্রী আর আব্রাহাম আমারই সন্তান। অপুকে কেউ ভুল বুঝিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করেছে। এখন আমাদের সম্পর্ক স্বাভাবিক। গতকাল আমি রাগের মাথায় গণমাধ্যমে অনেক কথা বলেছি।’

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G