পাকা চুল ঢাকতে ট্রেন্ডি হেয়ার স্টাইল টিপস
পাকছে চুল কারণে অকারণে, স্টাইলিস্ট ওয়েতে কিভাবে চুল পাকা ঢাকবেন তা নিয়ে আছেন বেশ দুশ্চিন্তায়? তাহলে আজকের এই টিপসগুলো আপনার বেশ কাজে লাগবে। চলুন জেনে নেই সহজেই কম সময়ে কী ভাবে পাকা চুল ঢেকে ফেলবেন।
হেয়ার চক: দোকানে বিভিন্ন রঙের হেয়ার চক কিনতে পাওয়া যায়। দামও বেশি নয়, আবার লাগাতেও সময় নষ্ট হয় না।সাদা চুল যেমন ঢেকে যাবে তেমনই রং বেরঙের চুলে নতুন ফ্যাশনও হবে। হেয়ার চক চুলের জন্য ক্ষতিকারকও নয়।
সুতো: রঙিন উলের সুতো দিয়ে চুল বাঁধা দারুণ ফ্যাশনেবল। অল্প এক ভাগ চুল নিয়ে রঙিন সুতো জড়িয়ে নিন ছবির মতো করে।সাদা চুল এই ভাগে রাখুন। পাকা চুল ঢেকে যাবে।
স্লিক সাইড পার্টেড পনিটেল: মাঝখানে সিঁথি করলে পাকা চুল দেখা যায়। সাইড পার্টিং করে পনিটেল বেঁধে নিন। এই স্টাইল এখন খুবই ট্রেন্ডি। পাকা চুলও ঢেকে যাবে।
হালকা অ্যাক্সেসরিজ:যেই অংশে পাকা চুল দেখা যাচ্ছে সেখানে কৃত্রিম ফুল, রঙিন ট্রান্সপারেন্ট স্টোন বিডস, হেড ব্যান্ডের মতো হালকা অ্যাক্সেসরিজ দিয়ে চুল সাজিয়ে নিন।পাকা চুল খুব বেশি হলে ব্যান্ডানাও ব্যবহার করতে পারেন।
কার্ল: যেখানে চুল পেকে গেছে কার্লিং রোলার বা আয়রন দিয়ে সেই অংশের চুল কার্ল করে নিন। দারুণ স্টাইলিশ লাগবে দেখতে।
সাইড সোয়েপ্ট হেভি ব্যাঙ্গস: এই ধরনের হেয়ারস্টাইল খুবই স্টাইলিশ।এতে চুল যেমন দেখতে ঘন লাগে, তেমনই পাকা চুলও সহজেই ঢেকে যায়।
বান আপ: অনেক সময় তালুর অংশের চুল পেকে যায়। মাথার অন্য জায়গায় চুল পাকলে সিঁথি করে বা অ্যাক্সেসরিজ দিয়ে ঢাকা গেলেও এই অংশের পাকা চুল ঢাকা একটু মুশকিল। স্টাইলিশ খোঁপা করে মাথার তালুর ওপর তুলে বেঁধে রাখুন।
প্রতিক্ষণ/এডি/তাজিন