পাকিস্তানের ত্রাণ নেবে না নেপাল
আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:
গত শনিবার নেপালে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর বেঁচে যাওয়া মানুষেরা এখন খাবারের জন্য হাহাকার করছে।
দেশটির এমন সঙ্কট অবস্থায় পাশে দাঁড়িয়েছে বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশ। সহায়তাকারীদের মধ্যে রয়েছে পাকিস্তানও।
তবে সহায়তা করতে গিয়ে হিন্দুপ্রধান দেশ নেপালে ত্রাণসামগ্রী হিসেবে পাকিস্তান ‘বিফ মশলা’র প্যাকেট পাঠানোয় তুমুল বিতর্ক শুরু হয়েছে।
হিন্দুপ্রধান দেশ নেপালে শুধু গরুর মাংসই নিষিদ্ধ নয়, গরু জবাই করারও দণ্ডনীয় অপরাধ। এতে ক্ষুব্ধ নেপালিরা বলছে, ‘খাবারের অভাবে মারা যাব তবে পাকিস্তানি ত্রাণ স্পর্শ করবে না তারা।’
কাঠমান্ডু বীর হাসপাতালের ভারতীয় চিকিৎসকরা বুধবার ডেইলি মেইলকে জানান, নেপালের দুর্গত লোকদের ত্রাণসামগ্রীর অংশ হিসেবে মঙ্গলবার পাকিস্তান ‘বিফ মশলা’ পাঠিয়েছে।
তিনি বলেন, আমরা যখন পাকিস্তানের ত্রাণসামগ্রী গ্রহণ করতে বিমানবন্দরে গিয়েছিলাম, আমরা সেখানে প্রস্তুতকৃত খাবারের প্যাকেটের সঙ্গে বিফ মশলার প্যাকেটও পেয়েছিলাম। কিন্তু আমরা ওই খাবার স্পর্শ করিনি।’ সুত্র: ডেইলি মেইল।
প্রতিক্ষণ/এডি/কেয়া