পাকিস্তানে চার্চে হামলায় নিহত ১০
আন্তর্জাতিক, প্রতিক্ষণ ডটকম:
পাকিস্তানের লাহোর ইয়োহানাবাদ এলাকায় দুইটি চার্চে পৃথক দুটি বিস্ফোরণের অন্তত ১০ জন নিহত হয়েছে।
এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৫০ জন।
রোববার পাকিস্তানের ইংরেজি দৈনিক ডননিউজ অনলাইনে এ খবর দিয়েছে।
ডননিউজ তাদের প্রতিবেদনে এ হামলাকে আত্মঘাতী বলে উল্লেখ করেছে। রোববার সকালে চার্চ দু’টিতে প্রার্থনার সময় হামলা চালানো হয়।
দুই আত্মঘাতী হামলাকারী চার্চ দুইটির গেটে এ বিস্ফোরণ ঘটায়। ঘটনার পর পরই তেহরিক-ই-তালেবান (টিটিপি) সংশ্লিষ্ট জামাতুল আহরার হামলার দায় স্বীকার করেছে।
খ্রীষ্ঠান অধ্যুষিত ওই এলাকার ক্যাথলিক চার্চ ও খ্রিষ্ট চার্চে প্রার্থনাকে কেন্দ্র করে প্রচুর লোক জমায়েত হয়েছিলো।
এক প্রত্যক্ষদর্শী জানান, চার্চের ভেতরে প্রবেশের সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে বাধা দেয় নিরাপত্তারক্ষীরা। ভেতরে প্রবেশে ব্যর্থ হয়ে গেটের সামনেই বিস্ফোরণ ঘটায় সে।
হতাহতদের লাহোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে এক শিশু ও এক পুলিশ সদস্যও রয়েছেন। এদিকে বোমা হামলার পরপরই সন্দেহভাজন এক যুবককে পিটিয়ে হত্যা করেছে উচ্ছৃঙ্খল জনতা।
২০১৩ সালে পেশোয়ারের একটি চার্চে বোমা হামলার ঘটনায় ৮০ জন নিহত ও শতাধিক লোক আহত হয়েছিলো।
প্রতিক্ষণ /এডি/কেয়া