পাকিস্তানে তাপদাহে নিহত ১২৪২

প্রকাশঃ জুন ২৮, ২০১৫ সময়ঃ ১১:৫৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:১৩ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

পাকিস্তানে তাপদাহে প্রতিদিনই বাড়ছে মৃতের সংখ্যা। আজ রোববার পর্যন্ত মারা গেছেন ১ হাজার ২৪২ জন। নিহতদের অধিকাংশই সিন্ধু প্রদেশেরpakistan-heat-wave- নাগরিক।

এদিকে সিন্ধুর রাজধানী করাচি শহরে গত সপ্তাহ থেকে চলতি সপ্তাহে তাপদাহের তীব্রতা কিছুটা কমতে শুরু করেছে। শহরজুড়ে ঠান্ডা বাতাস বইতে শুরু করেছে। এর ফলে শহরের ২ কোটি মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।

শনিবার করাচিতে ৩২ জন মারা গেছেন। করাচির সরকারি হাসপাতাল সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

খবরে বলা হয়, শহরের হাসপাতালগুলো রোগী সামলাতে হিমশিম খাচ্ছে। মর্গে আর মৃতদেহ রাখার জায়গা হচ্ছে না। নিহতদের বেশিরভাগই বৃদ্ধ ‍ও স্বল্প আয়ের মানুষ।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G