পাকিস্তানে দাবদাহে নিহত ৪৫০

প্রকাশঃ জুন ২৩, ২০১৫ সময়ঃ ১০:৪১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৫৬ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক:

Pakistani-Aftabপ্রচণ্ড দাবদাহে পাকিস্তানের সিন্ধ প্রদেশে নারী-শিশুসহ মৃতের সংখ্যা বেড়ে সাড়ে চারশ জনে দাঁড়িয়েছে।

মঙ্গলবার কর্তৃপক্ষের বরাত দিয়ে প্রাণহানির এ খবর জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, ৩০৯ জনের মধ্যে শুধুমাত্র করাচিতেই প্রাণহানি হয়েছে ৩০১ জনের। বাকি আটজনের পাঁচজন বাদিন এলাকার অধিবাসী। এছাড়া নওয়াবশাহ, দাদু, সুক্কুর এলাকায় একজন করে মৃত্যুবরণ করেছেন।

এর আগে রোববারের দাবদাহে করাচিতে প্রাণহানি হয়েছে ১৩২ জনের। সেই সঙ্গে লারকানা দু’জন ও জাকোবাবাদ জেলায় দু’জনের মৃত্যু হয়।

সোমবার করাচির তাপমাত্রা ছিল ৪৩ ডিগ্রি সেলসিয়াস। শহরের সবগুলো হাসপাতালেই হিটস্ট্রোকের রোগী উপচে পড়ছে বলে জানিয়েছে প্রাদেশিক স্বাস্থ্য মন্ত্রণালয়।

সিন্ধের স্বাস্থ্যমন্ত্রী জানান, এই অঞ্চলের হাসপাতালগুলোয় সরকার জরুরি অবস্থা জারি করেছে।

এদিকে, মঙ্গলবারও করাচিতে দাবদাহ অব্যাহত থাকবে বলে সাবধান করে দিয়েছে আবহাওয়া অধিদফতর। এদিন ওখানে ৪২ থেকে ৪৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে।

সোমবার করাচি ছাড়াও সুক্কুর, ছোর, দাদু, লারকানা রোহরি ও নওয়াবশাহ এলাকার তাপমাত্রা ছিল ৪৩ ডিগ্রি সেলসিয়াস। জাকোবাবাদ, মিথি ও মহেঞ্জোদারো এলাকায় ছিল ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। বাদিন, পাদিদান ও থাত্তা এলাকায় ছিল ৪১ ডিগ্রি ও হায়দারাবাদ এলাকায় ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।

প্রতিক্ষণ/এডি/ফাহিম

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G