পাকিস্তানে বন্যায় ৫৩ জনের মৃত্যু

প্রকাশঃ এপ্রিল ৫, ২০১৬ সময়ঃ ২:২০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:২৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

pakistanপাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চল ও কাশ্মিরে প্রবল বৃষ্টিপাতের পর ভূমি ও বাড়ির ছাদ ধসে অন্তত ৫৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে পাঁচ শিশুও রয়েছে বলে জানা গেছে। দেশটিতে গত শনিবার থেকে শুরু হওয়া বৃষ্টিপাতের সৃষ্ট আকস্মিক বন্যায় ঘটেছে হতাহতের এই ঘটনা।

হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করে প্রেসিডেন্ট মামনুন হুসেন জানান, পরিস্থিতি মোকাবেলায় দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে ।

পাকিস্তানের জাতীয় দুর্যোগ কর্মকর্তা লতিফ উর রেহমান জানান, বৃষ্টি ও বন্যায় অনেক লোক অসুস্থ্য ও আহত হয়েছে। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বন্যা দুর্গত হাজার হাজার মানুষের কাছে পৌঁছতে এবং আটকে পড়াদের উদ্ধারে কর্তৃপক্ষ যথাসাধ্য চেষ্টা করছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা আরোও জানান, বন্যা কবলিতদের জন্য ত্রাণ ও তাবু পাঠানো হয়েছে। স্থানীয় লোকজনকে গ্রাম ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে।  এদিকে সোয়াত উপত্যকার বাসিন্দারা দাবি করছে, সরকারের পক্ষ্য থেকে কোন সহায়তা পৌঁছেনি। গত বছরেও এমন বন্যায় দেশটিতে ৮১ জন মারা যায় এবং দেশজুড়ে প্রায় তিন লাখ লোক ক্ষতিগ্রস্থ হয়।

প্রতিক্ষণ/এডি/এস আর এস

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G