পাকিস্তানে নারী মানবাধিকার কর্মী খুন
আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:
পাকিস্তানের শীর্ষ নারী মানবাধিকার কর্মী সাবিন মাহমুদকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত বন্দুকধারীরা।
স্থানীয় সময় শুক্রবার রাত ৯টার দিকে করাচিতে এ হামলার ঘটনা ঘটে।
তিনি, রাতে বেলুচিস্থান প্রদেশে গুম হওয়ার ওপর একটি মানবাধিকার সম্মেলনে যোগদান শেষে গাড়িতে করে বাড়ি ফিরছিলেন।
এ সময় সঙ্গে থাকা তার মাও গুরুতর আহত হন। তাঁর অবস্থা আশঙ্কাজনক।
৪০ বছর বয়স্ক এ নারী মানবাধিকার কর্মী টি২এফ নামের একটি দাতব্য প্রতিষ্ঠানের পরিচালকও ছিলেন। এর আগে অনেকবার তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল।
সংবাদমাধ্যম আলজাজিরাকে দেশটির পুলিশ জানায়, খুব কাছ থেকে মাহমুদের কাঁধ, বুক ও পেটে পাঁচটি গুলি লেগেছে। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
দেশটির ডিফেন্স পুলিশের এসএইচও ক্যানসান ডিন জানান, মুখ বেঁধে মোটরসাইকেলে করে ওই হামলা চালায় অজ্ঞাত বন্দুকধারীরা।
এ হামলার দায়ে এখনো কেউ স্বীকার করেনি। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।
তথ্যসূত্র : আলজাজিরা, ডন।
প্রতিক্ষণ/এডি/কেয়া