পাকিস্তানে সেনা- জঙ্গি সংঘর্ষে নিহত ৮৭
অনলাইন ডেস্ক, প্রতিক্ষণ ডট কম
পাকিস্তানের উপজাতি এলাকার খাইবার এজেন্সির তিরাহ্ উপত্যকায় শনিবার সেনাবাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষে ৮৭ ব্যক্তি নিহত হয়েছেন। এতে সাত সেনা কর্মকর্তাও রয়েছেন। আজ রোববার সেনাবাহিনীর এক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন। ওই এলাকায় জঙ্গিদের দমনে পাকিস্তানি সেনারা খাইবার-১ নামের অভিযান চালাচ্ছে।
গত বছর পেশওয়ারে সেনা নিয়ন্ত্রিত একটি স্কুলে হামলার পর তালেবানদের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালায় পাক সেনাবাহিনী।
উপজাতি অধ্যুষিত খাইবার এজেন্সি মূলত জঙ্গিদের ঘাঁটি হিসেবে পরিচিত। সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিম সেলিম বাজওয়া জানান, শনিবার তিরাহ উপত্যকার সিপাহ এলাকায় স্থল ও বিমান হামলা চালানো হয়।
এতে ‘সন্ত্রাসীদের’ মধ্যে ৮০ জন নিহত হয়েছে। এছাড়া পাক সেনাবাহিনীর সাত সদস্য নিহত হয়েছে। বাজওয়া বলেন, সেনারা পার্বত্য এলাকায় জঙ্গিদের আস্তানা ধ্বংস করার পর তারা আফগান সীমান্তের দিকে পালিয়ে যায়। ওই এলাকা থেকে সন্ত্রাসীদের নির্মূল না-করা পর্যন্ত অভিযান চলবে।
খবর: এএফপির
প্রতিক্ষণ/এডি/রাজ