পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত সংঘর্ষ : নিহত ৭ , আহত ৩১ 

প্রকাশঃ ডিসেম্বর ১২, ২০২২ সময়ঃ ১২:৫১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৫১ পূর্বাহ্ণ

আন্তর্জাতিকে ডেস্ক

রবিবার পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে মারাত্মক সীমান্ত সংঘর্ষে কমপক্ষে সাতজন নিহত এবং ৩১ জনেরও বেশি আহত হয়েছে। পাকিস্তানি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, আফগানিস্তানের কান্দাহার প্রদেশের সংলগ্ন দক্ষিণ-পশ্চিম সীমান্ত শহর চামানে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে বলা হয়, হামলায় ছয় পাকিস্তানি বেসামরিক নাগরিক নিহত এবং ১৭ জন আহত হয়েছে।

তবে চমনের প্রধান সরকারি হাসপাতালের একজন জ্যেষ্ঠ চিকিৎসক আখতার মোহাম্মদ ফোনে ভয়েজ অব আমেরিকাকে বলেছেন, তারা ছয়জন বেসামরিক ব্যক্তির মৃতদেহ পেয়েছেন এবং ৩১ জন আহত হয়েছেন। তিনি বলেছিলেন যে আহতদের মধ্যে সাতজন “সঙ্কটজনক অবস্থায়” এবং প্রাদেশিক রাজধানী কোয়েটার একটি হাসপাতালে স্থানান্তরিত হয়েছে।

সামরিক বিবৃতিতে বলা হয়েছে যে তালেবান সীমান্ত নিরাপত্তা বাহিনী পাকিস্তানি বেসামরিক এলাকার বিরুদ্ধে “কামান/মর্টার সহ ভারী অস্ত্রের বিনা প্ররোচনা ও নির্বিচারে গুলি চালিয়েছে”। বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানি সৈন্যরা “অনাকাঙ্ক্ষিত আগ্রাসনের বিরুদ্ধে পরিমাপযোগ্য জবাব” দিয়েছে। কিন্তু এলাকার নিরীহ বেসামরিক মানুষকে লক্ষ্যবস্তু করা এড়িয়ে গেছে।

কান্দাহারের গভর্নরের মুখপাত্র মৌলভি আতাউল্লাহ জায়েদ ফোনে ভিওএকে বলেছেন, একজন তালেবান সীমান্তরক্ষী নিহত হয়েছে এবং আফগানিস্তানের দিকে তিন আফগান বেসামরিক নাগরিকসহ ১০ জন আহত হয়েছে।

রবিবারের সংঘর্ষ শুরু হয় যখন পাকিস্তানি সৈন্যরা তাদের পাশের সীমান্ত বেড়ার একটি অংশ মেরামত করার চেষ্টা করছিল। কিন্তু তালেবান বাহিনী এই প্রচেষ্টায় আপত্তি জানায় এবং পরবর্তীতে স্থবিরতার জন্য আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করার প্রচেষ্টা ব্যর্থ হয়, স্থানীয় কর্মকর্তারা এবং বাসিন্দারা জানিয়েছেন।
সূত্র : ভয়েজ অব আমেরিকা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G