পাক-ভারত সীমান্তে গোলাগুলি
আন্তর্জাতিক ডেস্ক
পাক-ভারত সীমান্তে আবারও গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন নিহত হয়েছে ।
আহত হয়েছে আরও ১০ জন। শনিবার জম্মু ও কাশ্মিরের পুঞ্চ সেক্টরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফ জানিয়েছে।
মাত্র একদিনের ব্যবধানে দুই দেশ যখন ৬৯তম স্বাধীনতা দিবস উদযাপন করবে, ঠিক তখনই এ গুলি বিনিময়ের ঘটনা ঘটল। দুই দেশের প্রধানমন্ত্রী গত সপ্তাহে পরস্পর স্বাধীনতা দিবসের শুভেচ্ছাও বিনিময় করেছিলেন।
পুঞ্চের উপ কমিশনার নিসার আহমেদ ওয়ানি বার্তা সংস্থা এনডিটিভিকে জানিয়েছেন, শনিবার বিকেরে বালাকোট সেক্টরে পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনী গোলা ছুড়লে তিন বেসামরিক লোক নিহত হয়।এদের মধ্যে এক গ্রাম্য প্রধানও রয়েছেন। এছাড়া আহত হয়েছে আরও সাতজন। আহতদের হেলিকপ্টারে করে জম্মুতে নিয়ে যাওয়া হয়েছে। এখনও উভয়পক্ষে গোলা বিনিময় চলছে।
নিসার আহমেদ ওয়ানি আরও জানান, সাবজিয়ান সেক্টরের দুটি স্থানে সকালে গুলিবিনিময়ের সময় তিনজন আহত হয়েছে। এই সেক্টরে গত সপ্তাহে ভয়াবহ গোলা বিনিময়ের ঘটনা ঘটেছিল। বিশেরও বেশি পরিবারকে ওই এলাকা থেকে সরিয়ে নেয়া হয়েছে।
প্রতিক্ষণ/এডি/তাফসির